আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পঞ্চগড়–১ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী বাংলামোটর এলাকায় এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন তিনি।
সারজিস বলেন, আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি মনোনয়ন আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মধ্যদিয়ে সরকারি দল হিসেবে সংসদে যাবো।
তিনি বলেন বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি–মন্ত্রী ছিল, যারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আগামীতে যে সরকারই আসুক না কেন, পঞ্চগড় জেলার প্রাপ্য অধিকার আদায় করে নেয়া হবে।
এনসিপি এ নেতা আরও বলেন, এনসিপি দরজা সবার জন্য খোলা, যে কেউ ফরম নিতে পারবে। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পঞ্চগড়–১ আসন সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।
এসএ