পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্ন মূল মানুষের ।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেতুঁলিয়া আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সকাল সূর্যের দেখা মিললেও তেমন নেই কোন উত্তাপ। বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে।
বিকেলের পর থেকেই শুরু হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল ঠান্ডা বাতাস । রাত গভীর হলে বাতাস ও ঘন কুয়াশার তীব্র হতে থাকে।
এদিকে কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। যানবাহনগুলো চলছে হেডলাই জ্বালিয়ে। ঠান্ডায় শহরের লোকবলের উপস্থিতি একবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে ।
এদিকে চার দিন যাবত এ অঞ্চলের তাপমাত্রা পারদ ১০ হতে ১২ ডিগ্রি এর মধ্যে ওঠানামা করছে।
গোফরান বিপ্লব/এজে /দীপ্ত সংবাদ