পঞ্চগড়ের সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাল্টা। জেলার আবহাওয়া ও মাটি এই ফল চাষের উপযোগী। তাই, সামনের দিনগুলোতে মাল্টা চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর।
২০১৮ সালে ৪০টি চারা দিয়ে বাড়ির পাশে ছোট্ট একটি মাল্টা বাগান করেছিলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম। পরের বছরই সেই বাগান থেকে ১২ মণ মাল্টা বিক্রি করেন তিনি। বর্তমানে তরিকুল ইসলামের বাগানে মাল্টা গাছ রয়েছে ৫শটি। ফলন ভাল হওয়ায় চলতি মৌসুমে ৪ থেকে ৫ লাখ টাকার বেশি মাল্টা বিক্রির আশা করছেন তিনি।
বারি-১ জাতের মাল্টা সবুজ, মিষ্টি ও রসালো। শখের বসে অনেকে বাড়ির আঙিনায় মাল্টাগাছ রোপণ করলেও, এখন সেটা বাণিজ্যিক রূপ নিয়েছে। পঞ্চগড়ে এ পর্যন্ত ১০০ হেক্টর জমিতে বারি-১ জাতের মাল্টা চাষ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ব্যাপকভাগে মাল্টা চাষ করা গেলে একদিকে যেমন এই ফলটির আমদানি কমবে, তেমনি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।