পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘণ কুয়াশায় ঢেকে থাকছে পুরাে এলাকা। ভােগান্তি বেড়েছে নিন্ম আয়ের মানুষের ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বােনিন্ম তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস ।।
শীতকাল যত ঘনিয়ে আসছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা ততই বাড়ছে। গতকাল দিন ভর দেখা মেলেনি সূর্যের। দিনভর হিমালয় থেকে প্রবাহিত হচ্ছে হিমশীতল ঠান্ডা বাতাস। রাত যত গভীর হয় এই ঠান্ডা বাতাস আর ঘণ কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে ।
কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে ভােগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। যানবাহন চলছে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় শহরে লােকবলের উপস্থিতি একবারে কম থাকায় দােকানপাট খুলছে অনেক দেরিতে ।
এদিকে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রার ব্যাবধান। আজ। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সলসিয়াস। গতকাল দিনের সর্বােচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। প্রতিঘন্টায় বাতাসের গতিবেগ ৬–৭ কিলােমিটার ।
বিপ্লব/আল