টানা পাঁচদিন ধরে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা কিছুটা কেটে গেলেও হিমালয় থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে৷ এতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিন্ম তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৮ শতাংস।
বুধবার সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ।
সকাল সকাল ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে আবারও বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ রাত যত গভীর হয় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন পথচারীরসহ ছিন্নমূল মানুষ। শীত নিবারণে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের ভীড় বাড়ছে।
গোফরান বিপ্লব/এজে/দীপ্ত সংবাদ