পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা সামান্য পরিমান বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। গেল ৪ দিন যাবত ঘন কুয়াশা না থাকলেও কনকণে ঠান্ডায় বিপর্যন্ত এ অঞ্চলের জনজীবন। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের বেড়েছে ভোগান্তি। গত চার ৪ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারদ ১০–১১ এর মধ্যেই বিরাজ করছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
গতকাল শনিবার সকাল ৯ টায় এই সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস । বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন আর্থাত শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। দিনের তাপমাত্রা সামান্য পরিমান বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও বিকেলের পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা। রাত যত গভির হয় এর ঠান্ডা বাতাসের তীব্রতা ততই বাড়তে থাকে। কনকনে ঠান্ডা বাতাসে খেটে খাওয়া মানুষের বেড়েছে ভোগান্তি।
বিপ্লব/আল