জাতীয় চা দিবসে কাঁচা চা পাতার ন্যায্য দামসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন পঞ্চগড়ের চা চাষিরা। কাঁচা চা পাতার ন্যায্য দামের জন্য এ মানববন্ধন করে।
রবিবার (৪ জুন) দুপুরে পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে চা বাগান মালিক সমিতির ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চা কারখানা মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে চা চাষিদের জিম্মি করে রেখেছে। জেলা প্রাশাসনের পক্ষ থেকে কাঁচা চা পাতার মুল্য নির্ধারণ করা হলে তা মানছেন না কারখানার মালিকরা। এতে করে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন জেলার ক্ষুদ্র চা চাষিরা।
এসময় চা বাগান মালিক সমিতির সভাপতি আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব মানিক হোসেন, চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক আনিসুজ্জামানসহ অনেকে বক্তব্য রাখেন। কোন রকম কর্তন ছাড়াই কাঁচা চা পাতার কেজি ৪০ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।
গোফরান বিপ্লব/আফ/দীপ্ত নিউজ