পঞ্চগড়ে ধর্মীয় সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াতের সমর্থকরাই জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস ও ২৫শে মার্চ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, পঞ্চগড়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গ্রেফতারকৃত এক বিএনপি নেতা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সহিংসতার প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান হয়। প্রতি বছরই বিএনপি–জামায়াত এ নিয়ে নানা কথা বলে। এবার তারা এত বেশি মারমুখী হয়ে উঠেছিল কেন সেটা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপি বলছে এটা সরকার করিয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি জনগণের কাছে প্রশ্ন রাখবো এটা বিএনপি করিয়েছে কিনা। আওয়ামী লীগ কখনও এমন ঘটনা ঘটিয়েছে কিনা। আপনারা দেখেছেন, ২০১৪ সালে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এমনকি গরুভর্তি গাড়ি পোড়ানো হয়েছে। তারা এমন অনেক ঘটনা ঘটিয়েছেন। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের বিপক্ষে আওয়ামী লীগ কখনও যায় না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে।
এসময় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ