পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমছে দিনের তাপমাত্রা। সপ্তাহ জুড়ে দেশের সর্বোনিন্ম তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
গতকাল বুধবার সকাল ৯ টায় এই সর্বোনিন্ম তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। প্রতিঘন্টায় বাতাসের গতিবেগ ৬–৭ কিলোমিটার। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শীতকাল যত ঘনিয়ে আসবে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা ততই বাড়তেই থাকবে।
সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও বিকেলের পর থেকেই তা মিলিয়ে যাচ্ছে। শুরু হচ্ছে ঠান্ডা বাতাস আর কুয়াশা। রাত যত গভির হয় এই ঠান্ডা বাতাস ও কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে। অব্যাহত থাকে পরদিন সকাল ৭ হতে ৮ টা পর্যন্ত ।
শহরের লোকবলের উপস্থিতি একবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষের ।
এদিকে রাতের তাপমাত্রা প্রদ সামান্য পরিমান বৃদ্ধি কমছে দিনের তাপমাত্রা । সপ্তাহ জুড়ে দেশের সর্বোনিন্ম তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ।
বিপ্লব/আল