হিমালয় কন্যা নামে খ্যাত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ওঠানামা করছে তামপাত্রার পারদ। গত দুই যাবৎ দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবারও কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস ।
গতকাল রবিবার সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস । দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শনিবার সর্বোচ্চ এই তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৭ হতে ৮ কিলোমিটার ।
সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিলায় জনজীবণে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে না হতেই তা আবার মিলিযে যাচ্ছে। বিকেল থেকেই শুরু হয় হীমশীতল বাতাস। রাত যত গভির হয় ঠান্ডা বাতাস আর শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেড় হননা । সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমুল ও নিন্ম আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় ভোহান্তি বেড়েছে কৃষি শ্রমিকদের। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কম হওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেড়িতে ।
বিপ্লব/আল