দীর্ঘকাল একই সাথে চলা–ফেরা ও পড়াশোনা করছেন পছন্দের মানুষটির সাথে। কখনো বুঝতে দেননি তাকে নিয়ে আপনার যত জ্বল্পনা–কল্পনা। মুখ ফুটে এখনো বলা হয়ে উঠছেনা মনের কথাটি। ‘ক্রাশ‘ কখন যে ভালবাসায় পরিণত হয়ে গেছে তা বোঝার ক্ষমতাও ছিল না। যতবারই তাকে মনের কথা বলতে গিয়েছেন ততবারই সব গুলিয়ে ফেলেছেন।
বেশি দিন ধরে এমন অবস্থা চলতে থাকলে তো বিপদ! মনের কথা মুখে আনতে যদি দেরি হয়, তা হলে দু’জনে একসঙ্গে হাত ধরে ‘তিন ভুবনের পারে’ দাঁড়ানোর স্বপ্ন অধরাই থেকে যাবে। তবে পাঁচ উপায়ে এই জটিল সমস্যা সহজ হয়ে যেতে পারে।
১) সঠিক সময় এবং স্থান বেছে নিতে হবে
সব কিছুরই সঠিক সময় থাকে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণ কিছু কথা বলে দু’জনকে সহজ হওয়ার চেষ্টা করতে হবে। সঙ্গী কেমন জায়গা পছন্দ করেন, সেই দিকেও নজর দিতে হবে।
২) আগে থেকে ভেবে রাখতে হবে
মনের কথা প্রকাশ করার আগে, কী কী বলবেন তা ভাল করে গুছিয়ে নিতে হবে। আপনি উল্টো দিকের মানুষটিকে নিয়ে কী ভাবেন, তিনি আপনার কতটা জুড়ে রয়েছেন— এ সব শুধু জানলার ধারে বসে ভাবলেই হবে না। গুছিয়ে তাঁকে বলতেও হবে।
৩) দুর্বলতা ঢাকার প্রয়োজন নেই
আপনি যে আপনার সঙ্গীর প্রতি দুর্বল, লজ্জা না পেয়ে জানিয়ে দিতে হবে। সঙ্গে উল্টো দিকের মানুষটি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে শুরু করেছে পারলে তা–ও জানিয়ে দিতে হবে।
৪) শ্রদ্ধাশীল হতে হবে
ভাল লাগে বা ভালোবাসেন বলে কখনই নিজের সীমা অতিক্রম করা উচিত নয়। সঙ্গীকে যথাযথ সম্মান করতে হবে। সম্মান ছাড়া কোন সম্পর্কেরই সুন্দর সমাপ্তি ঘটে না।
৫) বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে
যাঁকে ভাল লাগে, তাঁর বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস অর্জন করতে না পারলে, ভাল লাগা বা ভালবাসা, কোনও কথাই বলা হয়ে উঠবে না। উল্টো দিকের মানুষটি যে আপনার কথায় বিশ্বাস রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, তেমন আশ্বাস আপনাকেই দিতে হবে।
এসএল/ দীপ্ত নিউজ