ইংলিশ লিগ কাপের দ্বিতীয় রাউন্ডেই থেমে গেলো ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা। অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগের জায়ান্টরা হেরে গেছে ইংল্যান্ডের লিগ ফোরের চতুর্থ সারির দল গ্রিমসবাই টাউনের কাছে। বুধবার রাতে ব্লান্ডেল পার্কে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ১২–১১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রুবেন আমোরিমের শিষ্যরা।
নাটকীয়তায় ভরপুর ম্যাচে মূল সময়ের ৯০ মিনিট শেষে স্কোর ছিল ২–২। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। প্রথম পাঁচ শটে দুই দলই একটি করে সুযোগ নষ্ট করে। এরপর টানা সাত শট নিখুঁতভাবে পরিণত হয় গোলে। অবশেষে ১২তম শটে গ্রিমসবাই গোল করার পর ম্যানইউর এমবিউমো ব্যর্থ হন, আর সেখানেই শেষ হয় ইউনাইটেডের স্বপ্ন।
পুরো ম্যাচ মিলিয়ে গোল হয়েছে অবিশ্বাস্যভাবে ২৭টি—যা সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলে দুর্লভ এক পরিসংখ্যান।