বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বাহিনীর ৪৮ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে নৌ প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। দেশের বিস্তৃতণ জলসীমার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌ বাহিনীর নির্ভীক সদস্য হিসেবে এ বাহিনীতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে কমিশন পান ৪৮ এ নবীন কর্মকর্তা।
কমিশন পাওয়া মধ্যে ৪৮ জনের মধ্যে ৪০ জন মিডশিপম্যান ২০২০ ‘বি’ ব্যাচের এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৩ ‘এ‘ ব্যাচের।
পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নৌ প্রধান আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনীকে আরো সমৃদ্ধ করতে নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে চৌকস মিডশিপম্যান পদক, নৌ প্রধান স্বর্ণপদক এবং বীরশেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন।
রুনা আনসারী/ আল /দীপ্ত সংবাদ