কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্মার্ট পবা–মোহনপুর বাস্তবায়নের অঙ্গিকার করেছেন আ.লীগ মনোনিত রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনের প্রার্থী আসাদুজ্জামান আসাদ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মহানগরীর সিটি হাট সংলগ্ন জেলা আ.লীগ কার্যালয়ে ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
আসাদুজ্জামান বলেন, নির্বাচিত হলে আইন অনুযায়ী কাজ করবেন, সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে এলাকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রথম কাজ হবে পুরানো রাস্তা সংস্কার ও নতুন নতুন রাস্তা নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থান উন্নয়নে উদ্যোগ নেয়া।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আ.লীগ ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহার বাস্তবায়নে পূর্ণ অঙ্গিকারসহ আমি পবা–মোহনপুরের জন্য আমার উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন করেছি।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়সিন আলী, নওহাটা পৌর মেয়র আ.লীগ নেতা হাফিজুর রহমানসহ পবা ও মোহনপুরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: আ. লীগের ইশতেহার ঘোষণা, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
আদনান/লিয়ন/দীপ্ত নিউজ