নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী–মাইজদী সড়কে যাত্রীবাহি বাস চাপায় কালা মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এতে ধুমড়ে মুছড়ে গেছে কাঁচা মালবাহী কালা মিয়ার ভ্যানটি। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চৌমুহনী–মাইজদী সড়কের একলাশপুর বাজার সংলগ্ন কাতাওয়ালা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কালা মিয়া পূর্ব একলাশপুর গ্রামের শেয়ার বাড়ির বাসিন্দা।
জানা যায়, কালা মিয়া পেশায় একজন কাঁচা সবজি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে নিজের ভ্যান নিয়ে কাঁচা মাল বিক্রির উদ্দেশ্যে বের হন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে ভ্যান চালিয়ে একলাশপুর বাজার থেকে রঞ্জনবিবি বাজারের দিকে যাচ্ছিলেন কালা মিয়া। এসময় মাইজদী থেকে ছেড়ে আসা সুগন্ধা দ্রতযান সার্ভিসের একটি বাস কালা মিয়ার ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে পড়ে ঘটনাস্থলে নিহত হন কালা মিয়া।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ