নোয়াখালীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত চারদিনে ভারী বর্ষণ না হওয়ার ফলে পানির উচ্চতা বাড়েনি। নোয়াখালীর নয় উপজেলার আট উপজেলায় পানিবন্দী মানুষ, এর মধ্যে উচু স্থান গুলোতে পানি নামতে শুরু করলেও বেগমগঞ্জের অবস্থা অপরিবর্তিত।
এছাড়া দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর আহতরা বিভিন্ন সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি।
এছাড়া বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ।