নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শারাফাত (২৪) নামে এক আরোহী নিহত হয়। এসময় পথচারী ও মোটরসাইকেলে থাকা অপর আরোহীসহ আরো ৬ জন আহত হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৮টায় চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদ সংলগ্ন রামগঞ্জ–ঢাকা মহাসড়কে সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শারাফত চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির হারুন মোল্লার ছোট ছেলে।
আহতরা হলেন চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মোঃ সুমনের ছেলে সমর চৌধুরী (১৮), উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে তানভীর (১৭), মোহাম্মদপুর গ্রামের আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), কুমিল্লার মোজাফফরগঞ্জ এর মোহাম্মদ আলী হোসেনের ছেলে মোঃ ইমাম (২০), চাটখিল পৌরসভার সাহেব আলীর ছেলে মোঃ রুবেল (২৪), মনোহরগঞ্জ উপজেলার পানচাইলের মোহাম্মদ সোহেলের ছেলে শাওন (১৪)।
জানা যায়, হালিমা দীঘির পাড় থেকে চাটখিল অভিমুখে মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে গিয়ে পড়ে। এসময় মোটরসাইকেল আরোহী শারাফতের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থারা অপর আরোহী, পথচারীসহ ৬ জন আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুনির হোসেন এক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নিহত শারাফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করব। সেই সাথে আহত ৬ জনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছি।
এফএম/দীপ্ত সংবাদ