নোয়াখালীতে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে পৃথক কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট এমদাদ হোসেন কৈশোর রায়ের তথ্যটি নিশ্চিত করেন। রায়ের সময় একজন আসামি আদালতে হাজির থাকলে অপর দুইজন জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আসামিরা হচ্ছেন, কালাদরাপ ইউনিয়নের উত্তর চাকলা গ্রামের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২), এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপিভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন (৩৯)।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৭ মার্চ সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে সুরুজ, রনি ও টুটুলকে গ্রেপ্তার করে। পরে তাদের তল্লাশি চালিয়ে ১৫ টি পলিথিনে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আদালতের বিচারক শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের এবং এমাজ উদ্দিন টুটুলকে ৫ বছরের সশ্রাম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট বাহার উদ্দিন।
নাসিম/এসএ/দীপ্ত নিউজ