নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় একটি নির্মানাধীন বহুতল ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নে একটি বাড়ির সয়েল টেস্টের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), সোনাপুর এলাকার রিয়াজ (২৬) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক রিয়াজ, সাকিল, কামরুল, ইউছুপ ও মাঈনুদ্দিন একটি বিল্ডিং নির্মাণের জন্য সয়েল টেস্টের মাটি সংগ্রহের কাজ করছিলেন। বোরিং করার সময় লম্বা লোহার পাইপের ওপরে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে রিয়াজ, সাকিল, কামরুল বিদ্যুতায়িত হয়।
এসময় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার (উপপরিদর্শক) এসআই সুদীপ্ত নাথ বলেন, মৃতদের লাশ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেজবাউল সাচ্চু’র মায়ের মৃত্যু
এসএ/দীপ্ত নিউজ