নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৭ জন সক্রিয় দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৬০ টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ অন্যান্য নথি জব্দ করা হয়।
রবিবার (২৭ আগস্ট) দিনভর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব–১১, সিপিসি–৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফারুক আহম্মদ (৩৩),আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রূবায়েত (২৩), মোঃ মহিন উদ্দিন হৃদয় (৩৭),ফারুক আহম্মদ (৩৩), মোঃ আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহউদ্দিন
(৩৮), মোঃ রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), মোঃ রেদওয়ান (২৮),হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), মোঃ আমির হোসেন ওরফে সজিব (২১) ও মোঃ ওমর ফারুক (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজসে জনসাধারণের নিকট হতে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের উক্ত কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের সিন্ডিকেট এর মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মুখিন হতে হয়।
র্যাব–১১, সিপিসি–৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ