১১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মিরা ঝটিকা মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক উঠে। এসময় তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিলো। অন্তবর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের।
পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে আটক করে।
আটকের বিষয়ে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
আল