মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

নোয়াখালীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল সোহেল (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবক ২০১৭সালে শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পোর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

এরআগে বৃহস্পতিবার রাতে চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল সোহেল সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, ২০১৭সালের ৭মে পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে সোহেল মামলার বাদি শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে (১৫) ফুসলিয়ে পাশ্ববর্তী আজিজুল হক ডুবাইওয়ালার প্রজেক্টে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে সোহেল। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর থেকে অভিযুক্ত আসামী পলাতক ছিল। মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিলের পর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়েছে। থানার মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More