আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকালে নোয়াখালী জেলা শিল্পকলার অডিটোরিয়ামে অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।
সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীর ১৮৪ টি পূজা উদযাপন পরিষদের বিভিন্ন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।
জেলা পুলিশ সুপার বলেন, ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরে নৃশংস হামলার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। একইসাথে সকল ধরনের অপচেষ্টা প্রতিরোধ করে একটি সুন্দর সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিট পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ আপনাদের মাধ্যমে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, দূর্গাপূজা উপলক্ষে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ছড়াতে না পারে এইজন্য আমাদের সাইবার ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখলী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কিশোর চন্দ্র শীল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর, বিট পুলিশ ফোরামের সভাপতি প্রফেসর মোহাম্মদ কাজী রফিক, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ প্রমুখ।
এসএ/দীপ্ত নিউজ