অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যাবহার করায় নোয়াখালীতে দুই প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে জেলার প্রধান শহর মাইজদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।
তিনি বলেন, অভিযানকালে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী করায় টোকিও কাবাবকে ১০ হাজার এবং মোহাম্মদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আফ/দীপ্ত সংবাদ