বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেপ্টেম্বর মাসে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। তবে ম্যাচগুলোতে বহুল প্রত্যাশিত মিডফিল্ডার হামজা চৌধুরি থাকছেন না এই সফরে।
আগেই তার অনুপস্থিতির গুঞ্জন থাকলেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাফুফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বিকালে বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক শেষে জাতীয় দল ম্যানেজার আমের খান সাংবাদিকদের জানান, “হামজা নেপালে আসছে না। শেষ ম্যাচে কিছুটা চোট পেয়েছিল। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা আছে। তাই ক্লাব ও তার শারীরিক অবস্থার কথা ভেবে সেপ্টেম্বরে জাতীয় দলে যোগ দিচ্ছে না হামজা।”
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল।
ফিফা নিয়ম অনুযায়ী ক্লাবগুলো উইন্ডো শুরুর ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলারকে ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন।
ফিফা আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।
গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২–০ গোলে জয়ের ম্যাচটিতে অবশ্য পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। যদিও লেস্টার বা ইংলিশ গণমাধ্যম এখনো তার চোটের বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই বুধবার দল রওনা হচ্ছে।
অভি/এসএ