কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে চেষ্টা করেও কোনো দলই পায়নি জালের দেখা।
ম্যাচের নবম মিনিটে বাংলাদেশের প্রথম কর্নার থেকে সুমন রেজা বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। এরপর কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি লাল–সবুজের ফুটবলাররা।
২৯ মিনিটের সময় প্রায় গোল হজম করে বসেছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফ্রি কিকে আসা বল হেড করেন নেপালের খেলোয়াড়। তবে বাংলাদেশের গোলকিপার সুজন হোসেন সেই বল ঠেকিয়ে দিলে এ যাত্রায় বেঁচে যায় লাল–সবুজের প্রতিনিধিরা।
৩৯ মিনিটে লং থ্রোতে আসা বল ডি বক্সের মধ্যে পান সুমন রেজা। তার নেয়া শট চলে যায় গোল পোস্টের বাইরে। ভালো সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ৪১ মিনিটের সময় নেপালের সুযোগ আটকে যায় বাংলাদেশের রক্ষণে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর দুই মিনিট যোগ করা হয়। তবে কোনো দলই গোলের দেখা না পেলে বিরতিতে যায় দুদল।
বাংলাদেশের পক্ষে ৭২ মিনিটে রাকিব হোসেনের হেড বারের বাইরে চলে যায়। আর ৭৬ মিনিটে তাজউদ্দিনের শট নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু ঠেকিয়ে দেন। পরে দুদলই বেশ কিছু সুযোগ হাত ছাড়া করে। শেষ দিকে বেশ কিছু আক্রমণ করে নেপাল। তবে সুজনের বাঁধা টপকাতে পারেননি নেপালের খেলোয়াড়েরা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।