সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবলে চ্যাম্পিনশিপে নেপালকে ৩–১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।
নতুন বছরে, নতুন কোচের অধীনে দাপুটে জয় বাঘিনীদের। গত আসরে নেপালকে না হারানোর আক্ষেপটা যেন ঘোচালেন তারা। ম্যাচের শুরু থেকে নেপালকে পাত্তাই দিচ্ছিল না স্বাগতিকরা। একের পর এক আক্রমণে দিসেহারা হয়ে পড়ে অতিথিরা।
প্রথম ২০ মিনিটে পাঁচটি সুযোগ কাজে লাগাতে পারেনি দেশের মেয়েরা। প্রথম গোল পেতে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। নেপালের গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা। তিন মিনিট পরই ইতি খাতুনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। বিরতির আগে স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো ৩–০ ব্যবধানে। কিন্তু পেনাল্টি কিক মিস করায় তা সম্ভব হয়নি।
দ্বিতীয়ার্ধেও নেপালকে চাপে রাখে বাংলাদেশ। তবে গোলরক্ষকের ভুলে ৫৩ মিনিটে গোল পেয়ে যায় অতিথিরা। এর তিন মিনিটের ব্যবধানে সাগরিকার দ্বিতীয় গোলে ব্যবধান হয় ৩–১। ম্যাচের বাকি সময়ও স্বাগতিক নারীদের আধিপত্য ছিল স্পষ্ট।
এদিকে, দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১০–০ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধেই ভুটানের জালে ৪ বার বল পাঠায় ভারতের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে তারা।
আরও পড়ুন: ভারতের নারী ফুটবল লিগে সানজিদার অভিষেক
এসএ/দীপ্ত নিউজ