হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে সহজ জয় পেয়েছে দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটাররাই জয়ের পথ সুগম করে রেখেছিল নিউজিল্যান্ডের।
হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সাবধানী শুরু করেন দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে। ডাচদের প্রথম তিন ওভারে কোনো রানই তুলতে পারেননি এই দুই ব্যাটার। চতুর্থ ওভারের প্রথম বলে উইল ইয়ং চার মেরে ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলেন। এরপরই আগ্রাসী রূপ ধারণ করেন দুই কিউই ব্যাটার।
ইংল্যান্ড ম্যাচে খালি হাতে ফেরা উইল ইয়ং এ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। তিনি করেন ৮০ বলে ৭০ রান। পরে কিউইদের ইনিংসে আরও দুই ফিফটি এবং একটি ফিফটিছোঁয়া ইনিংসের দেখা পাওয়া যায়। রাচীন রবীন্দ্র করেন ৫১ বলে ৫১ এবং অধিনায়ক টম ল্যাথাম করেন ৪৬ বলে ৫৩ রান। নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রান তুলেছিল কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে মাত্র ২২৩ রানেই অল আউট হয় নেদারল্যান্ডস। আর তাতেই কিউইরা দ্বিতীয় জয়টি তুলে নেয় ৯৯ রানের।
এদিন ১০ ওভারে ৫৯ রান খরচায় আসরের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েছেন স্যান্টনার। এছাড়া ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।
আল / দীপ্ত সংবাদ