বিশ্বকাপে নেদারল্যান্ডসকে জয়ের জন্য পাহাড়সম ৪০০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। বিশাল সংগ্রহের পথে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়ার্নার–ম্যাক্সওয়েলের রেকর্ডরাঙা সেঞ্চুরিতে ভর করে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
১০৬ রানে আউট হওয়ার আগে মাত্র ৪০ বলে শতক পূরণ করেন এই হার্ড হিটার। এরআগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ আগ্রাসী করেন দুই ওপেনার।
তবে দলীয় ২৮ রানেই আউট হন মিচেল মার্শ। অন্যপ্রান্তে বেশ দারুণ ব্যাট করে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। মাঝে স্মিথ ও লাবুসেনের সঙ্গে গড়েন কার্যকর পার্টনারশীপ। ১০৪ রানে আউট হন ওয়ার্নার। শেষ দিকে ম্যাক্সওয়েলের ব্যাটিং সাইক্লোনে ৮ উইকেটে ৩৯৯ রানে থামে অজিরা।
বিশ্বকাপে টানা দুই হারে অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অনেকেই। শুরুর ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর টানা জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে।
আল/ দীপ্ত সংবাদ