বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৩২৩ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
সোমবার (৯ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সাবধানী শুরু করেন দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে। ডাচদের প্রথম তিন ওভারে কোনো রানই তুলতে পারেননি এই দুই ব্যাটার। চতুর্থ ওভারের প্রথম বলে উইল ইয়ং চার মেরে ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলেন। এরপরই আগ্রাসী রূপ ধারণ করেন দুই কিউই ব্যাটার।
ইংল্যান্ড ম্যাচে খালি হাতে ফেরা উইল ইয়ং এ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। তিনি করেন ৮০ বলে ৭০ রান। পরে কিউইদের ইনিংসে আরও দুই ফিফটি এবং একটি ফিফটিছোঁয়া ইনিংসের দেখা পাওয়া যায়। রাচীন রবীন্দ্র করেন ৫১ বলে ৫১ এবং অধিনায়ক টম ল্যাথাম করেন ৪৬ বলে ৫৩ রান।
শেষ দিকে মিচেল স্যান্টনারের অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে ভর করে কিউইদের সংগ্রহ ৭ উইকেটে ৩২২।
ডাচদের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন আরইয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ভ্যান ডার মারউই।
আল / দীপ্ত সংবাদ