শ্রাদ্ধানুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোরামারা খালে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন, জলি সরকার (৫০) এবং উজ্জ্বলা সরকার (৫৫)। জলি সরকার সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী এবং উজ্জ্বলা সরকার একই গ্রামের সুনীল সরকারের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত দুই নারী কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়উইন্দ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন। পরে রবিবার দুপুরে অনুষ্ঠান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তারা বাড়ি ফিরছিলেন।
পথে কলমাকান্দার ঘোরামারা খালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে প্রাণে রক্ষা পেলেও ওই দুই নারী পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন পাল জানান, ওই দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক।
আল / দীপ্ত সংবাদ