সম্প্রতিকালে পাসওয়ার্ড শেয়ারিং প্রতিরোধে আর্জেন্টিনা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে একটি পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নেটফ্লিক্স।
জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল ২২ দশমিক ৩ কোটি। বিগত কয়েক মাসে একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার কারণে গ্রাহক সংখ্যা সামান্য বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ১ লাখ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।
পাসওয়ার্ড শেয়ারের প্রবণতার কারণেই ব্যবসা কমছে বলে মত মার্কিন স্ট্রিমিং কোম্পানির। তাই এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে নয়া প্ল্যান হাজির করল নেটফ্লিক্স। দ্বিতীয় কোন বাড়ি থেকে নেটফ্লিক্স লগ ইন করতে চাইলে অতিরিক্ত টাকা গুনতে হবে অ্যাকাউন্টের মালিককে। সংস্থার দাবি এই উপায়ে বিনামূল্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা যাবে।
আগামী ২২ আগস্টের পর কেউ যদি প্রাথমিক বাসস্থানের বাইরে কারও সঙ্গে নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার বা অন্য কোথাও সাইন-ইন করতে চায়, তাহলে অতিরিক্ত কিছু মাসিক ফি’র বিনিময়ে সেটা করা যাবে। এ ক্ষেত্রে নতুন ডিভাইসগুলো সীমিত সময়ের জন্য হলে (২ সপ্তাহ পর্যন্ত) বিনামূল্যেই ব্যবহার করা যাবে। কিন্তু তারপরই তা বন্ধ করে দেওয়া হবে। নেটফ্লিক্স সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, বিশ্বব্যাপী প্রায় 10 কোটি গ্রাহক অন্যের পাসওয়ার্ড ব্যবহার করে বিনামূল্যে কোম্পানির প্ল্যাটফর্ম স্ট্রিম করে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেই প্রায় 3 কোটি বাড়িতে পাসওয়ার্ড শেয়ারিংয়ের মাধ্যমে নেটফ্লিক্স চলে। তবে এবার আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসে এই নিয়ম শুরু করেছে নেটফ্লিক্স।