নুরে আলম সিদ্দিকীকে গাজীপুর মহানগরের দক্ষিণপানিশাইল এলাকায় তার শিল্প প্রতিষ্ঠান ডরিন ফ্যাশন লিমিটেড কারখানা সংলগ্ন নিজ নামে প্রতিষ্ঠিত মসজিদের পাশে দাফন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার দাফন করা হয়।
বঙ্গবন্ধুর সহচর, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরে আলম সিদ্দিকীর ছেলে ঝিনাইদহ–২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী জানান, তার বাবা নুরে আলম সিদ্দিকী বার্ধক্যজনিত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদ যোহর তার নিজ জন্মভূমি ঝিনাইদহে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা হয়। এরপর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইলে এ মুক্তিযোদ্ধার নিজের প্রতিষ্ঠিত মসজিদের কাছে দাফন সম্পন্ন করা হয়। তাহজীব আলম দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরে আলমের বিদায় নেওয়াতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
আফ/দীপ্ত সংবাদ