ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর মাথায় যে ধরনের আঘাত তাতে তাঁর মেমোরি লস হওয়ার কোনো শঙ্কা নেই। তার শর্ট–টাইম মেমোরি লস হয়নি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে। তার মাথায় রক্তক্ষরণের শঙ্কা কেটে গেছে।
তিনি জানান, নুরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে।
পরিচালক জানান, নুরের নাকের হাড় ভাঙার কারণে এখনও মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে।
মো. আসাদুজ্জামা বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও নিতে পারে।
এসএ