গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
রবিবার (৩১ আগস্ট) সকালে সংবাদমাধ্যম‘কে তিনি এ কথা জানান।
ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ৪টি সমস্যা রয়েছে। এগুলো হলো: নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে তা ধীরে ধীরে কমে আসছে।
তিনি আরও বলেন, ‘সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। তবে নুর কিছুটা ট্রমায় আছে। ৬ সদস্যের বোর্ড সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে’।
ঢামেক জরুরি বিভাগ আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। সে মুখে খেতে পারছে। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নয়া হয়। পরে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসএ