গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।
ঢামেক পরিচালক আরও জানান, নুরের চিকিৎসায় শুক্রবার (২৯ আগস্ট) রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ নুরুল হকের চিকিৎসা বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানী রমনার বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি (জাপা) নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ ৪ নেতা–কর্মী আহত হন।
এসএ