কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে আগামীকাল বুধবার (১৭ জুলাই) বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে আগামীকাল বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর ১:৩০ টায় গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে এবং সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনে এতদিন সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা থাকলেও আজ স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয় তাদের সঙ্গে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন।
এসএ/দীপ্ত সংবাদ