রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি নিহত আজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন। পাশাপাশি পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শফিকুর রহমান কিরণ বলেন, “আমরা শুধু একজন মানুষ হারাইনি, সমাজের এক কর্মক্ষম তরুণকে হারিয়েছি। কোনো ক্ষতিপূরণ দিয়েই এমন ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তারপরও আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। সরকার যদি তা না দেয়, আদালতের আশ্রয় নিতে হবে।”
তিনি আরও বলেন, “এটা কোনো ছোট দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় মেগা প্রকল্পের অবহেলার ফল। নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে তদারকি জোরদার করতে হবে।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে নিহত আজাদের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও খুব শীঘ্রই একটি আর্থিক অনুদান দেওয়া হবে।
রুপম