ক্যারিয়ারের শেষ সময়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ব্রেন্ডন টেলর। সেই ধাক্কা খেয়েই হয়তো ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন জিম্বাবুয়ের এই তারকা। তবে চলতি মাসে আইসিসি’র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় টার। বুলাওয়েতে এ মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে, দ্বিতীয় টেস্ট দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তেলর।
টেস্টের পর এবার জিম্বাবুয়ের ওয়ানডে দলেও ফিরছেন ব্রেন্ডন টেইলর। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেলর সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।
ব্রেন্ডন টেলর জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে ২০৫ ম্যাচে ৩৫.৫৫ গড়ে করেছেন ৬৬৮৪ রান। এন্ডি ফ্লাওয়ারের পর জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩৯ বছর বয়সী টেলরের।
২০২১ সালে আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেলর। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জুলাই। তারপর এই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে খেলেছেন টেস্ট।