শাহজালাল বিমানবন্দরের নির্মানাধীন থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের দায়িত্ব চায় বাংলাদেশ বিমান। রবিবার ( ২১ মে ) মিট দ্য প্রেসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক একথা জানান। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ দিনের অব্যবস্থাপনা থেকে বেড়িয়ে বিমানকে সক্ষমতার প্রমাণ দিতে হবে।
বাংলাদেশ বিমানের বিরুদ্ধে যাত্রীদের নানা অভিযোগ দীর্ঘদিনের। এছাড়াও উড়োজাহাজ অব্যস্থাপনার জন্য অনেক সময়ই বিমানকে নিয়ে হয়েছে সংবাদ, প্রতিষ্ঠানকে সইতে হয়েছে নানা সমালোচনা। এরমাঝে আলোচনায় নির্মানাধীন থার্ড টার্মিনালের ব্যবস্থাপনা নিয়ে। সেবার মান বাড়াতে বিদেশী কোম্পানিকে দায়িত্ব দেয়া নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে মত।
রবিবার মিট দ্যা প্রেসে এমন সব প্রশ্নের মুখোমুখি হন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। জানান, আগের সব দুর্নাম ঘুচিয়ে বিমান এখন লাভজনক প্রতিষ্ঠান। নিজেদের সক্ষমতা তুলে ধরে, থার্ড টার্মিনাল পরিচালনার জন্যও নিজেদের যোগ্য মনে করেন তিনি।
বিমান বাংলাদেশ তাদের বহরে যুক্ত করতে চায় নতুন বিমান। বিশ্লেষকেরা বলছেন, এতে বিমানের কলেবর বাড়লেও বড় এয়ারবাস স্বল্প দূরত্বে পরিচালনা করা হলে লোকসান বাড়বে।
বিমানের এমডি জানান, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় ঘোষিত, ঢাকা– নারিতা সরাসরি ফ্লাইট শুরু হবে ১ সেপ্টেম্বর। এই রুটের টিকিট মিলবে জুন মাস থেকে।
আল/দীপ্ত সংবাদ