চলে গেলেন গুণী চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতার মৃত্যুতে, সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
দেশি সিনেমায় তখনও উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগেনি। তবুও গল্প ও আধুনিক নির্মাণশৈলীতে কালজয়ী চলচ্চিত্র ‘ঘুড্ডি‘ উপহার দেন, সৈয়দ সালাউদ্দিন। প্রথম ছবিতেই বাজিমাৎ। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘ঘুড্ডি‘ সিনেমার প্রধান দুটি চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। এই সিনেমায় হ্যাপি আখন্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা‘ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
এরপর ‘লাল বেনারসি‘, ‘আয়না বিবির পালা‘সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। আর মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা ‘অপরাজেয় একা‘ ও ‘ক্রান্তিকাল‘।
সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি ও চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা।
১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন সালাউদ্দিন। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক লাভ করেন গুণী এই নির্মাতা।
এসএ/দীপ্ত নিউজ