না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত ভারতীয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।
সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০।
মেয়ে পিয়া বেনেগাল তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
১৯৭৪ সালে ‘অঙ্কুর’ চলচ্চিত্র দিয়ে পরিচালনার যাত্রা শুরু করেন। চলচ্চিত্রটি সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘দ্বিতীয় সেরা চলচ্চিত্র‘ হিসেবে স্বীকৃতি পায়। তার তৃতীয় চলচ্চিত্র ‘নিশান্ত’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৬ সালে এটি ‘কান চলচ্চিত্র‘ উৎসবে ‘পালমে ডিঅর’ পুরস্কারের জন্য মনোনীত হয়।
বেনেগালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো—মন্থন, ভূমিকা: দ্য রোল, জুনুন, অরোহণ, নেতাজি সুভাষচন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো, ওয়েল ডান আব্বা, মাম্মো, সরদারি বেগম, জুবেইদা,‘মান্ডি’, ‘নিশান্ত’ ইত্যাদি।
ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পুরস্কার‘ এবং ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্যাম বেনেগাল।
উল্লেখ্য, শ্যাম বেনেগাল পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।
এসএ