মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাশরাফির প্রচারে নৌকার আদলে গাড়ি

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল২ আসনে আ. লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজার প্রচারণায় অংশ নিতে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলের উপর নৌকার আদলে বানানো একটি গাড়ি নিয়ে এসেছেন আশরাফুল ইসলাম (৫৮) নামে এক ভক্ত।

রবিবার (৩১ ডিসেম্বর) নড়াইলে এসে পৌঁছান। তারপর থেকে বিভিন্ন স্থানে তার গাড়িটি নিয়ে মাশরাফির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সে ঝিনাইদহ সদর উপজেলার হরিসংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

মোটরসাইকেলকে নৌকার আদলে রুপ দেয়া আশরাফুলের গাড়িতে একদিকে যেমন রয়েছে অডিও সব ডিভাইস তেমনি ভিডিও প্রচারণার জন্য গাড়ির পিছন পাশে রয়েছে একটি বড় মনিটর। গাড়িতে রয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি। রয়েছে মাশরাফির পোস্টার ও স্টীকার।

আশরাফুল ইসলাম বলেন, তিনি নড়াইলে এসেছেন তার এই নৌকা দিয়ে মাশরাফির জন্য ডিজিটাল প্রচারণা করতে। ঘুরে ঘুরে বিভিন্নস্থানে গিয়ে প্রচারণা করছেন তিনি৷ মাশরাফি তার নৌকা দেখেছে ও ছবি তুলেছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে ভিন্নধর্মী এ প্রচারণা দেখতে আশরাফুলের গাড়িটি যেখানে দাড়াচ্ছে সেখানেই জটলা পাকিয়ে যাচ্ছে৷ উৎসাহ নিয়ে মানুষে গাড়িটির দিকে তাকিয়ে আছেন।

নড়াইল সদর উপজেলার দুর্বাজুড়ী এলাকার বাসিন্দা অলোক বলেন, মোটরসাইকেলে নৌকা বানিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি দিয়ে মাশরাফির প্রচারণা করছে এটা খুবই ভালো লাগছে।

আকবর মিয়া নামে একজন বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে মাশরাফি প্রচারণা করতে এই ভদ্রলোক ঝিনাইদহ থেকে নড়াইলে আসছে৷ এমন প্রচারণা চালানোর জন্য আন্তরিকভাবে ওনাকে আমরা নড়াইলবাসী ধন্যবাদ জানাই।

 

আরো পড়ুন: কষ্ট করে হলেও আপনারা কেন্দ্রে যাবেন: মাশরাফি

 

রাজু/আল/লিয়ন/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More