শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরু করবে আ.লীগ

দীপ্ত নিউজ ডেস্ক
2 minutes read

 

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবে আওয়ামী লীগ।

হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের পর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট থেকে নির্বাচনী উৎসব ছড়িয়ে দিতে চান আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিলেট সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ শহরজুড়ে।

এই জেলার ছয়টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা ছাড়াও আশপাশের জেলার প্রতিটি আসনের নৌকার কান্ডারিদের আগ্রহ শেখ হাসিনার সফর ঘিরে। দলীয় সভাপতিকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩৬০ আউলিয়ার জায়গা সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। নির্বাচনি আচরণবিধি মেনে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

পরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিবেন আওয়ামী লীগ সভাপতি। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

এরই মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সিলেট জুড়ে। প্রার্থীদের ব্যানার, পোস্টার শোভা পাচ্ছে শহরজুড়ে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More