০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার জন্য ‘অ্যার্টনি জেনারেল‘ পদ থেকে পদত্যাগ করেছেন মো. আসাদুজ্জামান।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন।
এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন শনিবার পদত্যাগ করবেন। তার বিদায়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে আজ বিদায়ী সংবর্ধনা দেয়।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে বিএনপি মনোনয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে, ২০১৮ সালে ‘জাতীয় সংসদ নির্বাচনে‘ তিনি একই আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
এসএ