আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক মাহবুব–উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কোন একটা রাজনৈতিক দলের জন্য আটকে থাকবে না। যে সমস্ত দলের নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচন করবে। যদি কোন দল নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার তবে নির্বাচন যথাসময়েই হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, এই নির্বাচন বানচাল করার জন্য বা বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি ও তার পক্ষে কিছু দল তৎপরতা চালাচ্ছে এতে কোন লাভ হবে না। কারণ নাশকতা মূলক কর্মকান্ড করে নির্বাচন বাধাগ্রস্থ্য বা বানচাল করা যাবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ থেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া জেলা সহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে।
এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪টি মন্ত্রণালয়ের অধীনে ১৫৭ টি বিভিন্ন প্রকল্প/ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ৬৪৪০টি অবকাঠামো এবং ৫৩৯৭টি ভূমিহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের উদ্ভাধন ঘোষণা করেন। এই ১৫৭ টি প্রকল্প/ কার্যক্রমের আওতাধীন কুষ্টিয়া জেলার ০৯ টি প্রকল্প রয়েছে।
১)কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুষ্টিয়া ২)কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় ৩)ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া ৪)মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫)আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজ, খোকসা,কুষ্টিয়া ৬)ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া ৭)হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৮)স্বস্তিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা ৯)খাজানগর জামেয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ