শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫

নির্বাচন বানচালে পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তোলা হচ্ছে: ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘বর্ষীয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দলমহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে, যার সঙ্গে জনগণ পরিচিত নয়, সংস্কার শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ জনগণ পরিচিত না। সংখানুপাতিক বা পিআর পদ্ধতি বোঝে না। এটা বুঝতে সময় লাগবে।’

পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোর করছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

জনগণের মনমানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোনো দিন রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। ইদানিং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ করি। বলবেন কেন? যেদিকে তাকাই দেখি, দেশের বেশিরভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি; কোনো অফিস আদালতে যেতে পারবেন না। আগেই বলেছি, আগে ঘুষ দেওয়া লাগতো ১ লাখ এখন ৫ লাখ দিতে হয়।’

চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপির অবদান উল্লেখ করে তিনি বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে যেতে সংস্কারের মধ্যে নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়েছে। আমরা এক সঙ্গে যারা আন্দোলন করেছি, সবাই মিলে সংস্কারের ৩১ দফা দিয়েছি। সংস্কারের সবগুলোই ওখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে। কারণ, আমরা উপলব্ধি করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা সংস্কার কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে করছি। কোথাও বাধা সৃষ্টি করিনি। কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি।’

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More