আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য, কমনওয়েলথের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এছাড়া ওআইসির একটি প্রতিনিধি দলও দেশে এসেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা জেলা আ.লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে বিএনপির ডাকা হরতালের কড়া সমালোচনা করেন তিনি।
কাদের বলেন, ‘বিএনপির এই হরতাল মরচে ধরা হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আগেও লাভ হয়নি, এখনও হবে না।‘
বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে, বাংলাদেশে একটি ওয়ান সাইডেড (একতরফা) নির্বাচন হতে যাচ্ছে। কারণ, প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে ওয়ান সাইডেড ইলেকশন হচ্ছে না, এখানে হচ্ছে ওয়ান সাইডেড বিরোধিতা।’
এই নির্বাচন বিদেশিদের গ্রহণযোগ্যতা পাবে কি না, এমন প্রশ্নের জবাবে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগে ইলেকশনটা হতে দিন। গ্রহণযোগ্যতা পাবে কি না, এটা তো বিদেশেরাই বলবেন।
এসএ/দীপ্ত নিউজ