নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা জ্ঞাপনের প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।
আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানান।
এসময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয় গণভবনের আঙিনা। শেখ হাসিনা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে। যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের মধ্যে হতাশা কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদেশি মুরুব্বিদের কথা শুনলে বাংলাদেশে চলা যাবে না।
আল / দীপ্ত সংবাদ