৬০১
যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।
সোমবার (২৪ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বলেন, তার মিশন সম্পন্ন করতে পাশে থাকবে সেনাবাহিনী। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি।